নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন অঙ্কুশ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৩:০৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

চলতি বছরের কালীপূজায় নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে দর্শকদের চমক দিয়েছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা। সুমিত সাহিল পরিচালিত তার নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-নাম দেখেই বোঝা গিয়েছিল এটি হবে পুরোপুরি কমেডিভিত্তিক এক বিনোদনমূলক সিনেমা। প্রথম লুকেই প্রাণ খুলে হাসার ইঙ্গিত দিয়েছিলেন নায়ক।
মোশন পোস্টারে দেখা যায়, মা কালীর হাত থেকে চড় খাচ্ছেন অঙ্কুশ! ভগবান শিব বারণ করলেও কোন ভুলে এমন শাস্তি- তা এখনও জানা যায়নি। তবে এবার সিনেমার মুক্তির তারিখ জানিয়ে দিলেন নায়ক। ফেসবুকে একটি মজাদার ভিডিও প্রকাশ করে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে দ্বিতীয় সিনেমা। আপনাদের ভালোবাসার আশায় রইলাম। ‘নারী চরিত্র বেজায় জটিল’ আসছে ৯ জানুয়ারি ২০২৬। নতুন বছর শুরু হোক সপরিবারে দেখার মতো একটি বাংলা সিনেমা দিয়ে!’
কয়েক সেকেন্ডের ভিডিও থেকেই ইঙ্গিত মিলেছে, ছবিতে দেখা যাবে পুরুষের সঙ্গে দেবতার সরাসরি কথোপকথন। যেহেতু মা কালী নিজেও নারী, তাই নারীর প্রতি অসম্মান সহ্য করতে নারাজ তিনি-মজার ছলে অঙ্কুশকে শাস্তি দিতেই চড় মারতে দেখা যায় তাকে।
