ইমরান–ফারিণের নতুন গান আসছে

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ | অনলাইন সংস্করণ

অভিনয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন আগেই, এবার যেন সেভাবেই সংগীতজগতে প্রতিষ্ঠা পেতে চলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বেশ কিছুদিন ধরেই তার নতুন গানের খবর শোনা যাচ্ছিল। সেই জল্পনায় যোগ হলো নিশ্চিত ঘোষণা—সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে চলতি মাসেই। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।

শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন ফারিণ। গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে। ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ। এতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান দুজনেই। গানের কথা লিখেছেন বিখ্যাত গীতিকার কবির বকুল, আর সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু কৌশলগত পোস্টে ফারিণ বারবার লিখেছিলেন—‘তোমার জন্য আমার এ মন গলবে না।’ এতে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। পরে জানা যায়, সেটিই আসলে নতুন গানটির প্রচারের অংশ ছিল।

অভিনয়ের পাশাপাশি ফারিণের গান করার বিষয়টি নতুন নয়। গত বছর ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা বাড়ে নতুন গান নিয়ে।

জানা গেছে, আসছে ৪ ডিসেম্বর ফারিণ ও ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি একযোগে প্রকাশ করা হবে।