ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে নাটক ‘হৃদয় গভীরে’

ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে নাটক ‘হৃদয় গভীরে’

কলেজ জীবনের প্রেম, পারিবারিক টানাপোড়েন এবং অপ্রত্যাশিত ত্রিকোণ সম্পর্কের জটিলতা নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘হৃদয় গভীরে’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্য ও রুবেল হাসানের পরিচালনায় নির্মিত এ নাটকে তুলে ধরা হয়েছে বন্ধুত্বের আড়ালে লুকানো প্রেম আর কঠিন জীবনসংগ্রামের গল্প। কাহিনিতে চার্চ কলেজের ছাত্রী রাহা (তটিনী) ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের (জোভান) বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। আর্থিক সংকটে থাকা রাফিনের পরিবারের পাশে দাঁড়াতে রাহাও সংগ্রামে নামে।

গল্পে মোড় আসে যখন শো-রুমে কাজ করতে গিয়ে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনী পরিবারের মেয়ে জেরিনের (মারিয়া শান্ত) সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে আর্থিক সহায়তা করতে শুরু করলে রাফিন ধীরে ধীরে রাহার কাছ থেকে দূরে সরে যেতে থাকে।

পরিস্থিতি জটিল হয়ে ওঠে এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাহা ঝামেলায় জড়িয়ে পড়েন; মুহূর্তেই সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বাড়তি চাপ ও সম্পর্কের টানাপোড়েনের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

নাটকে জোভান, তটিনী ও মারিয়া শান্তর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে নির্মাতারা আশা করছেন। ‘হৃদয় গভীরে’ আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

‘হৃদয় গভীরে’,নাটক,ত্রিকোণ,প্রেম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত