গানম্যান চান হিরো আলম
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী নিয়োগের আবেদন করবেন বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে কয়েকটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত জানাতে চান না।
তবে দল যেটিই হোক, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা বলেও জানান তিনি।
