‘অখাদ্য’ বললেন তসলিমা নাসরিন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত লেখিকা তসলিমা নাসরিন। রাজনীতি থেকে শুরু করে সাহিত্য ও বিনোদন—সবখানেই নিজের মতামত অকপটে প্রকাশ করেন তিনি। এবার কলকাতার একটি ওয়েব সিরিজ নিয়ে তীব্র সমালোচনায় মুখর হলেন এই লেখিকা।
সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘কর্মা কোর্মা’। সিরিজটি দেখার পর সেটিকে ‘অখাদ্য’ বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন হতাশা ও বিরক্তির কথা।
ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে তসলিমা লেখেন, হইচই সাবস্ক্রিপশন নিয়েছিলেন মূলত অপর্ণা সেন ও অঞ্জন দত্তের ‘এই রাত তোমার আমার’ দেখার জন্য। পরে অনেকদিন প্ল্যাটফর্মটি ব্যবহার না করলেও সম্প্রতি ‘পুতুলনাচের ইতিকথা’ দেখতে আবার হইচই খুলেছিলেন। সেই সিরিজ শেষ করার পর চোখে পড়ে ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ। প্রিয় অভিনেতা হওয়ায় আগ্রহ নিয়ে ‘কর্মা কোর্মা’ দেখা শুরু করেন তিনি।
তবে প্রথম পর্ব দেখেই ভীষণভাবে বিরক্ত হয়ে পড়েন তসলিমা। তার ভাষায়,“সিরিজের নাম কোর্মা। প্রথম পর্ব দেখেই বিরক্ত। এত আজগুবি গল্পে কী করে ঋত্বিক অভিনয় করতে রাজি হলেন! বাঙালিরা কবে থেকে এত নিম্নমানের সিনেমা-সিরিজ বানাতে শুরু করল?”
পরিচালক প্রতিম ডি গুপ্তকে কটাক্ষ করে তিনি আরও লেখেন,“এক এক করে কোর্মা, বিরিয়ানি, রেজালা, নিহারি—সব আমাদের খাওয়ালেন। কিন্তু কোনোটাই খাওয়ার যোগ্য নয়।”
রসিকতার ছলে তীব্র সমালোচনায় তসলিমা লেখেন,“অখাদ্য, অখাদ্য, অখাদ্য। তেলে মশলা মেশেনি, চাল ফোটেনি, মাংস সেদ্ধ হয়নি—সবই কাঁচা। এত কাঁচা হাতে সিনেমা বা সিরিজ বানানোয় হাত দেওয়াই উচিত নয়। বাংলা সংস্কৃতিকে সুস্বাদু করতে হলে পাকা হাতে সংস্কৃতি রান্না করুন।”
তসলিমার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর পক্ষ নিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ঋত্বিক চক্রবর্তী বা ‘কর্মা কোর্মা’ সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
