শীতে হাঁটুর ব্যথা কমাতে ঘরোয়া ৫ উপায়

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১১ | অনলাইন সংস্করণ

শীত এলেই অনেকের হাঁটু ও হাড়ের জোড়ায় ব্যথা বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা আবহাওয়ায় শরীরের ব্যথা অনুভবকারী স্নায়ুগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে, যার ফলে পুরোনো ব্যথা আবার জেগে ওঠে। এই সময় ব্যথা কমাতে অনেকে নিয়মিত পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ খান, যা দীর্ঘমেয়াদে কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

তাই ওষুধের ওপর নির্ভর না করে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললেই শীতকালে হাঁটুর ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হাঁটু উষ্ণ রাখুন

শীতের ঠান্ডা বাতাস যেন সরাসরি হাঁটুতে না লাগে, সেদিকে খেয়াল রাখা জরুরি। বাইরে বের হলে হাঁটু ঢেকে রাখুন। গরম কাপড় বা নি-ক্যাপ ব্যবহার করলে ওই অংশে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ব্যথা কম হয়।

নিয়মিত গরম সেঁক দিন

হাঁটুর ব্যথা কমাতে গরম সেঁক অত্যন্ত কার্যকর। হট ওয়াটার ব্যাগ বা গরম কাপড় দিয়ে দিনে অন্তত এক থেকে দুইবার সেঁক দিলে পেশি শিথিল হয় এবং হাড়ের জড়তা কমে।

কুসুম গরম জলে স্নান

শীতকালে ঠান্ডা জলে স্নান এড়িয়ে চলুন। সবসময় কুসুম গরম জলে স্নান করলে শরীর উষ্ণ থাকে এবং হাঁটু ও জয়েন্টের ব্যথা দ্রুত কমতে সাহায্য করে।

সিঁড়ি ওঠানামায় সতর্ক থাকুন

হাঁটুতে ব্যথা থাকলে অতিরিক্ত সিঁড়ি ওঠানামা করা উচিত নয়। এতে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ব্যথা আরও বেড়ে যেতে পারে। যতটা সম্ভব সমতল জায়গায় হাঁটাচলা করুন।

খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন

শীতকালে শাকসবজি ও ফলমূল বেশি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। হাঁটুর ব্যথা কমাতে হলুদ বিশেষভাবে উপকারী। হলুদের ‘কারকিউমিন’ উপাদান প্রাকৃতিকভাবে প্রদাহ ও ব্যথা কমায়। নিয়মিত দুধের সঙ্গে বা তরকারিতে হলুদ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।