বাবাকে স্মরণ করে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১১ | অনলাইন সংস্করণ

২৭ ডিসেম্বর অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরীর প্রয়াণের তিন বছর পূর্ণ হলো। এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে প্রিয় বাবাকে স্মরণ করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী লেখেন,
‘বাবা... তিন বছর হয়ে গেলো... তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!!! ছুঁতে ইচ্ছে করে.... কিন্তু পারিনা, আর পারবোও না কোনোদিন!! ভালো থেকো বাবা।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ ডিসেম্বর রাত সোয়া আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এবং শেষ দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

রাধা গোবিন্দ চৌধুরী পেশায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। নিজ এলাকা পাবনার সুজানগরে তিনি ‘দুলাল মাস্টার’ নামে সুপরিচিত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন ছেলের সফলতার সবচেয়ে বড় অনুরাগী। চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ তিনি যত্ন করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখতেন—এমন স্মৃতিও রয়েছে পরিবারের সদস্যদের।

মৃত্যুর পরদিন পাবনার সুজানগর উপজেলার কামারহাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চঞ্চল চৌধুরীর এই আবেগঘন পোস্ট ভক্ত ও অনুরাগীদের মাঝেও শোকের আবহ তৈরি করেছে। অনেকেই মন্তব্যে তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।