অনলাইন সংস্করণ
১৩:০০, ১৩ জানুয়ারি, ২০২৬
২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাটি পরিচালনা করছেন চিত্রগ্রাহক ও নির্মাতা রায়হান খান। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। ‘সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান।