ফুটবল ম্যাচ ঘিরে নোরার প্রেমের জল্পনা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে, মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমে মজেছেন এই তারকা। সাম্প্রতিক একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের পারস্পরিক কর্মকাণ্ড থেকেই এই জল্পনার সূত্রপাত।
সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন দিতে গ্যালারিতে দেখা যায় নোরা ফাতেহিকে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়—স্রেফ প্রিয় দলকে সমর্থন করতেই নাকি মরক্কোতে গিয়েছিলেন তিনি, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কেউ? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, কথিত প্রেমিক আশরাফ হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে যান নোরা।
মরক্কোর জয়ের পর নোরার উচ্ছ্বাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে গুঞ্জন আরও জোরালো হয়। সেই সঙ্গে নোরার পোস্টে আশরাফ হাকিমির প্রতিক্রিয়া নজরে আসায় ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরক্কো বংশোদ্ভূত নোরা বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত তারকা। অন্যদিকে, আশরাফ হাকিমি এই সময়ের বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নোরার ফুটবলার প্রেমিক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সাম্প্রতিক সময়ে হাকিমির সঙ্গে তার ঘনিষ্ঠতা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে আপাতত সবকিছুই রয়ে গেছে জল্পনার পর্যায়েই।
