মোশাররফ করিমের ‘বউ প্যারা দেয়’
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৪১ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

আসছে মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’। সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় সদ্যই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। শোনা যাচ্ছে, আগামী ঈদে টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে কমেডি ঘরানার এই নাটকটি। নাটকের গল্প নিয়ে নির্মাতাসূত্র জানিয়েছে, এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরা হয়েছে এতে। মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।
নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের অমø-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক। নীলাকে নিয়ে মোশাররফ বলেন, নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ ভাইকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। আশা করছি ‘বউ প্যারা দেয়’ নাটকটি দর্শকের ভালো লাগবে। উল্লেখ্য, ‘জামাই-বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
