‘কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেননি’
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাসনিয়া ফারিণ অনেক আগেই। এরপর গান গেয়েও চলে আসেন আলোচনায়। নিজের একটি সংগীতের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমেও সরব হতে দেখা যায় অভিনেত্রীকে।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ফারিণের একটি পোস্ট নিয়ে আলোচনা! অভিনেত্রী পোস্টটি মজা ছলে দিয়েছেন কি না, তা বোঝা না গেলেও ভক্তরা মজা করেই তার উত্তর দেন। মূলত সেই পোস্টে ভক্তদের কাছে তাদের জেলার নাম জানতে চেয়ে কৌতূহল তৈরি করেন এই অভিনেত্রী। সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?’ অভিনেত্রীর সেই পোস্টে মুহূর্তেই মন্তব্যের ঝড় ওঠে। হাজার হাজার অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে উত্তর দিচ্ছেন। তবে, কেন হঠাৎ ফারিণ এই তথ্য জানতে চাইলেন, তা নিয়ে চলছে নেটিজেনদের মধ্যে বিশ্লেষণ। তবে কেউ কেউ ধারণা করছেন, কোনো নতুন কাজের প্রচারণার অংশ হতে পারে এই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি অভিনেত্রী।
