সিনেমাকে ‘বিদায়’ জানালেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৩০ | অনলাইন সংস্করণ

অনন্ত জলিলকে সাধারণত সবাই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক হিসেবেই জানেন ও চেনেন। তবে এর বাইরেও আলাদা একটি পরিচয় রয়েছে তার। তিনি মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী। রাজধানীর নিকটস্থ সাভারে ফ্যাক্টরি রয়েছে তার। যেখানে একসময় প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে চার হাজারে। ব্যবসায়িক এই সংকট এখন কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের সামনে।
আলোচিত এই তারকার এখন সম্পূর্ণ মনোযোগ ব্যবসার দিকে। দুর্দশা কাটাতে আপাতত সেখানেই সময় দিতে চাচ্ছেন। এ কারণে সাময়িক সময়ের জন্য সিনেমাকে বিদায় জানাচ্ছেন তিনি। অনন্ত জলিলের ভাষ্যমতে―ব্যবসার পরিস্থিতি এতটাই খারাপ যে, আপাতত অভিনয় নিয়ে কোনো চিন্তা করছি না। এমনকি পেন্ডিং কাজও শেষ করা সম্ভব হবে না।
এ অভিনেতা বলেন, সিনেমা করলেও আমি কখনোই সিনেমার জন্য পাগল ছিলাম না। শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজ-খবর রাখতাম। ব্যবসা একটি ভালো পর্যায়ে না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা এখন যুক্তিসংগত নয়।
‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’র এ নায়ক ও প্রযোজক বলেন, যখন কোনো কাজে সংকট দেখা দেয়, তখন ওই সংকট কাটিয়ে উঠার দিকে মনোযোগ দেয়াই আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এ অবস্থায় সিনেমা নিয়ে ব্যস্ততা থাকলে ব্যবসার পরিস্থিতি সামনে আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল। ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় ছিলেন স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। অভিনেতা জানান, ভবিষ্যতে কোনো সিনেমা করলে দু’জন একসঙ্গে করবেন। না হলে দু’জনের কেউই করবেন না। সিনেমা তাদের পেশা নয়, এটি শখের কাজ।
এদিকে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের একটি সিনেমার মহরত হলেও এখনো এর শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, ভালো সময় এলে তখন এসব কাজ সম্পন্ন করব, না এলে করব না।
