ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শোক সংবাদ

শরীফ শফিকুল হামিদ চন্দন

শরীফ শফিকুল হামিদ চন্দন

জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শরীফ শফিকুল হামিদ চন্দন আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্টজনিত কারণে তাকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ ক্যাম্পাস ১৯৭৩ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে ছিলেন। তিনি খুলনার দৌলতপুরের পাবলা এলাকার স্বনাম ধন্য শিক্ষক আবুল কাশেমের ছেলে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এখানে আনা হয়েছিল। এখানে আনার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে শুনেছি। খুলনা ব্যুরো

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত