ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, ৬৪৭ জন হাসপাতালে
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০ | অনলাইন সংস্করণ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকার হাসপাতালে নতুন ভর্তি রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা (১২৮ জন) দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
অন্য অঞ্চলে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো: ঢাকা উত্তর ১১৩ জন, বরিশাল ১০৮ জন, ঢাকা বিভাগ ১০২ জন, চট্টগ্রাম ৯৬ জন, রাজশাহী ৩৮ জন, খুলনা ৩৭ জন এবং ময়মনসিংহ ২৫ জন।
চলতি বছরের শুরু থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ৮৩ জন মারা গেছেন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২২ জন করে মোট ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
