দেশের বাজারে সাড়া ফেলেছে অপো'র 'ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন' এথ্রিএক্স সিরিজ। বাংলাদেশে আসার পর অত্যন্ত টেকসই এ ফোনটি গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ফোনটির ফার্স্ট-ডে সেল ৩২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অপো এথ্রিএক্স সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে।
নতুন অপো এথ্রিএক্স (৪জিবি+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটির পাশাপাশি সম্প্রতি বাজারে আসা ৪জিবি+১২৮জিবি মডেলটিও পাওয়া যাচ্ছে। সারা দেশে অপো অথোরাইজড স্টোরগুলোতে নতুন ভ্যারিয়েন্টটি ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
অপো এথ্রিএক্স (৪+৬৪ জিবি)-এর সাথে গ্রাহকরা পাবেন ২ বছরের ওয়ারেন্টি, ১টি অ্যাক্সেসরিজ কম্বো বক্স এবং জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে বিশেষ রিওয়ার্ড।
অপো এ৩এক্স সিরিজের মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্সের কারণে ডিভাইসটি ১.২ মিটার উপর থেকে পড়লেও আঘাত সহ্য করতে পারে। ফোনটির মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ফিচার এটিকে তরলের ছিটা থেকে রক্ষা করে ও স্প্ল্যাশ টাচ ফিচার ভেজা অবস্থাতেও নির্ভুল টাচের নিশ্চয়তা দেয়। এছাড়া ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিসহ ৫১০০ এমএএইচ ব্যাটারি চার্জিংয়ের সক্ষমতা বাড়িয়ে দেয়। ফোনটি মাত্র ৩০ মিনিটে ৫০% এবং ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, স্মার্টফোন ব্যবহারের দারুণ অভিজ্ঞতার জন্য স্থায়িত্ব গুরুত্বপূর্ণ। অপো গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ফোনের টেকসই ফিচার ইতিবাচক সাড়া পাওয়ায় আমরা আনন্দিত হয়েছি। ফোনটির উন্নত মান বজায় রেখে আমরা এর আরো একটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। আমরা আশা করি,এটি গ্রাহকদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে।