ফোন চার্জ দেওয়ার নিয়ম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

স্মার্টফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে অনেকেই নিয়মণ্ডনীতির ধার ধারেন না। ফোনের ব্যাটারির পারসেনটেজ কমলে হাতের কাছে থাকা যে সে চার্জার দিয়ে চার্জ করেন। অথচ এই ভুল ব্যাটারির ক্ষতি করছে। এক কোম্পানির ফোন ভুলেও অন্য কোম্পানির চার্জার দিয়ে চার্জ করা যাবে না। ফোনের সুরক্ষা ও ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
প্রথমত, ফোন চার্জ দেওয়ার সময় ব্যাটারির স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। কখনই ফোনকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত নয় এবং ব্যাটারি ২০ শতাংশের নিচে নামতে দেওয়া ঠিক নয়। এতে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে এবং ফোন অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা কমে।
দ্বিতীয়ত, ফোনের ব্রাইটনেস সবসময় সীমিত রাখা জরুরি। অতিরিক্ত ব্রাইটনেস ও নিরবচ্ছিন্ন ডেটা ব্যবহারের কারণে ফোনে চাপ পড়ে। এজন্য ব্রাইটনেস কমিয়ে রাখা এবং পাওয়ার সেভিং মোড চালু রাখলে ব্যাটারি ও ফোন দুটোই সুরক্ষিত থাকে।
তৃতীয়ত, ফোনে সবসময় কভার ব্যবহার করলে তাপমাত্রা স্বাভাবিকভাবে বের হতে পারে না। এতে ফোন ঠান্ডা হতে বেশি সময় লাগে এবং ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে দ্রুত কভার খুলে দেওয়া উচিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্জার ব্যবহার। অনেক সময় কোম্পানির দেওয়া আসল চার্জার নষ্ট হয়ে গেলে ব্যবহারকারীরা লোকাল বা অন্য কোম্পানির চার্জার ব্যবহার করেন। কিন্তু এতে ব্যাটারির উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং চার্জিংয়ের সময় ফোন দ্রুত গরম হয়ে যেতে পারে। নিয়মিত এভাবে চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ফোনও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই চার্জার নষ্ট হলে অবশ্যই আসল কোম্পানির চার্জার ব্যবহার করাই নিরাপদ।
সামগ্রিকভাবে বলা যায়, ফোন সঠিকভাবে ব্যবহার ও চার্জ দেওয়ার নিয়ম মেনে চললে গরমের দিনেও ফোনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করা সম্ভব। আর ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তার জন্য অবশ্যই আসল কোম্পানির চার্জার ব্যবহার করা উচিত।
