ফায়ারফক্স ব্যবহারে সাবধান
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (CERT-In) সম্প্রতি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য একটি গুরুতর সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, ফায়ারফক্সের পুরোনো সংস্করণে এমন কিছু ভয়ংকর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে, যেগুলোর সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর কম্পিউটারে অনধিকার প্রবেশ করতে পারে এবং ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম হতে পারে।
কোন কোন সংস্করণে ঝুঁকি রয়েছে : সার্ট-ইন-এর প্রকাশিত নিরাপত্তা নোট (CIVN-2025-0273) অনুযায়ী, এই দুর্বলতা মূলত ফায়ারফক্স ১৪৪, ফায়ারফক্স ইএসআর ১৪০.৪, এবং ফায়ারফক্স থান্ডারবার্ড ১৪৪ ও তার আগের সমস্ত সংস্করণে বিদ্যমান।
এই ত্রুটির কারণে হ্যাকাররা ব্যবহারকারীর যন্ত্রে অননুমোদিত নিয়ন্ত্রণ পেতে পারে, যার ফলস্বরূপ তথ্য চুরি, ব্যক্তিগত ডেটা ফাঁস, এমনকি পুরো সিস্টেমই হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ারফক্সের পুরোনো সংস্করণগুলোতে কয়েকটি বড় কারিগরি ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ‘ব্যবহারের পর মুক্ত না করা (use-after-free) ত্রুটি, মেমোরি নষ্ট হওয়া এবং ওয়েব এক্সটেনশন প্রোগ্রাম ইন্টারফেস (API)-এর ভুল ব্যবহার। এছাড়াও সীমার বাইরে ডেটা পড়া বা লেখা এবং ব্রাউজারের উপাদান ভুলভাবে পরিচালনা করার মতো সমস্যাও চিহ্নিত হয়েছে। এই ত্রুটিগুলো শুধু ডেস্কটপ নয়, অ্যান্ড্রয়েড সংস্করণকেও প্রভাবিত করছে। ফলে ব্যবহারকারীদের যন্ত্রে ভুয়া তথ্য প্রদর্শন (স্পুফিং) এবং সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে ব্যবহারকারীদের গোপনীয়তা ও তথ্য সুরক্ষায়।
ফায়ারফক্সের দ্রুত পদক্ষেপ ও নতুন হালনাগাদ : সার্ট-ইন-এর সতর্কতা প্রকাশের পরপরই ফায়ারফক্স দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং একাধিক নিরাপত্তা সংশোধন হালনাগাদ (সিকিউরিটি প্যাচ) প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এই নতুন হালনাগাদগুলো সব চিহ্নিত নিরাপত্তা ত্রুটি দূর করবে এবং ব্যবহারকারীদের সিস্টেম আরও সুরক্ষিত করবে। মজিলা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে যাতে তারা অবিলম্বে ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করেন এবং নিয়মিতভাবে মজিলা নিরাপত্তা বিজ্ঞপ্তি পাতা (Security Advisories Page) পর্যালোচনা করেন, যাতে ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
কীভাবে হালনাগাদ করবেন ফায়ারফক্স ব্রাউজার : সার্ট-ইন ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে, যেন তারা তাদের সিস্টেম ও ব্রাউজার দ্রুত সর্বশেষ সংস্করণে হালনাগাদ করে নেন। এজন্য ফায়ারফক্স খুলে সহায়তা (Help) মেনু থেকে ফায়ারফক্স সম্পর্কে (About Firefox) অপশনে গিয়ে হালনাগাদ (Update)-এ ক্লিক করলেই প্রক্রিয়াটি শুরু হবে। ব্যবহারকারীদের অবশ্যই মজিলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ব্রাউজার ডাউনলোড করতে হবে এবং অচেনা বা তৃতীয় পক্ষের এক্সটেনশন ব্যবহার এড়িয়ে চলতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ : বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট ব্যবহারের সময় নিরাপত্তা বজায় রাখতে সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাহলে এখনই সেটি সর্বশেষ সংস্করণে আপডেট করুন, কারণ সামান্য অবহেলাই আপনার ব্যক্তিগত তথ্য ও সাইবার নিরাপত্তার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
