বাজারে ঝড় তুলতে আসছে রিয়েলমির ফাইভজি ফোন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

রিয়েলমি সি৮৫ ফাইভজি, যা সম্প্রতি কোম্পানির সর্বশেষ বাজেট ফাইভজি ফোন হিসেবে ভিয়েতনামে উন্মোচিত হয়েছিল, সেটি শিগগিরই ভারতে বাজারজাত হতে পারে। নতুন তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের ‘সি’ সিরিজের ফোনের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছে, এই ফোনটি নভেম্বর মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। জানা গেছে, সি৮৫ ফাইভজি মডেলটি রিয়েলমি ১৫এক্স-এর প্রায় অনুরূপ হবে। এই তথ্যসূত্রে আরও জানা গেছে, রেডমি-ও আগামী মাসগুলোতে ভারতে তাদের রেডমি ১৫সি ও রেডমি নোট ১৫ সিরিজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।

ভারতে আসছে রিয়েলমি সি৮৫ ফাইভজি (সম্ভাব্য) : প্রযুক্তি বিশ্লেষক অভিষেক যাদবের এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট অনুযায়ী, সি৮৫ ফাইভজি, যা সম্প্রতি ভিয়েতনামে উন্মোচিত হয়েছে, এই মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। ফোনটি সম্ভবত রিয়েলমি ১৫এক্স ফাইভজির মতোই হবে। রিয়েলমি ১৫এক্স গত অক্টোবরে ভারতে এসেছে, যার ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ছিল ১৬,৯৯৯ রুপি।

পার্থক্য শুধু এতটুকু সি৮৫ ফাইভজি মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৪৫ ওয়াটের দ্রুত চার্জ সুবিধা; যেখানে রিয়েলমি ১৫এক্স মডেলে আছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬০ ওয়াট সুপারভুক তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থা। ফলে ধারণা করা হচ্ছে, নতুন ফোনটির দাম ১৫এক্স মডেলের তুলনায় কিছুটা কম হবে।

সম্ভাব্য বৈশিষ্ট্য : রিয়েলমি সি৮৫ ফাইভজি ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬.৬৭ ইঞ্চির এইচডি+ পর্দা, ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা, পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা এবং দাম হতে পারে আনুমানিক ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে।

একই পোস্টে বলা হয়েছে, রেডমি ১৫সি-ও এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে। তবে এটি ৪জি নাকি ৫জি সংস্করণ হবে, তা এখনো নিশ্চিত নয়, কারণ দুটি সংস্করণই বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। রেডমি ১৫সি ৪জি সংস্করণে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট, আর ৫জি সংস্করণে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।

এছাড়া সূত্র জানাচ্ছে, প্রতিষ্ঠানটি ২০২৬ সালের জানুয়ারির আগে রেডমি নোট ১৫ সিরিজ বাজারে আনবে না। এটি আগের একটি ফাঁস হওয়া তথ্যের সঙ্গে মিলে যায়, যেখানে বলা হয়েছিল রেডমি নোট ১৫ প্রো এবং নোট ১৫ প্রো প্লাস, যা আগস্টে চীনে উন্মোচিত হয়েছে, সেগুলো জানুয়ারির মাঝামাঝি ভারতে আসবে এবং দাম রেডমি নোট ১৪ সিরিজের কাছাকাছি থাকবে।

রেডমি নোট ১৫ সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্য : রেডমি নোট ১৫ প্রো ও প্রো প্লাস মডেল জানুয়ারি ২০২৬-এর মাঝামাঝি ভারতে আসতে পারে। দাম হতে পারে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। এই সিরিজে উন্নত মানের প্রসেসর, ক্যামেরা এবং পর্দা ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

ভারতের স্মার্টফোন বাজারে সামনে আসছে উত্তেজনাপূর্ণ সময়। রিয়েলমি ও রেডমি দুই প্রতিষ্ঠানই বাজেট ও মধ্যম মূল্যের ফোনের বাজারে নতুন মডেল আনছে। রিয়েলমি সি৮৫ ফাইভজি ও রেডমি ১৫সি আসতে পারে এই মাসের শেষের দিকে, আর রেডমি নোট ১৫ সিরিজ আসবে জানুয়ারিতে। ফলে ক্রেতারা কম দামে ফাইভজি ফোন কেনার আরও বেশি সুযোগ পাবেন।