এবার হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪০ | অনলাইন সংস্করণ

  তথ্য-প্রযুক্তি ডেস্ক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে নতুন আরেকটি ফিচার। খুব শিগগিরই তারা ব্যবহারকারীদের চ্যাট করার পদ্ধতি বদলে দিতে এমন বৈশিষ্ট্য চালু করতে চলেছে যেখানে ফোন নম্বর ছাড়াই চ্যাট করা সম্ভব হবে। এই বৈশিষ্ট্য চালুর ফলে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো আগের চেয়ে আরও নিরাপদ ও সহজ হবে।

হোয়াটসঅ্যাপের বৈশিষ্ট্য নজরে রাখে যে ওয়েবসাইট, সেই ডাব্লিউএবিবিটাঅইনফো (WABetaInfo) এই আসন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দিয়েছে। ২০২৬ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত সুবিধা আসছে—বিশ্বজুড়ে মানুষ নিজের ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট করতে পারবে। বার্তা পাঠানোর জন্য থাকবে ব্যবহারকারীর নাম (ইউজারনেম), নম্বর দেখা যাবে না।

এই বৈশিষ্ট্য সম্পূর্ণ ঐচ্ছিক—ব্যবহারকারীরা চাইলে তাদের মোবাইল নম্বর অথবা শুধু তাদের ব্যবহারকারীর নাম প্রদর্শন করতে পারবেন। সংস্থার মতে, এটি গোপনীয়তা আরও উন্নত করবে। প্রতিবেদন অনুযায়ী, বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষামূলক (বিটা) পর্যায়ে রয়েছে এবং আগামী বছর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পাসকি সুবিধাও নিয়ে আসছে, যা বার্তা সংরক্ষণ (ব্যাকআপ) আরও নিরাপদ করবে। এতে আর দীর্ঘ পাসওয়ার্ড বা জটিল ৬৪-সংখ্যার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। আঙুলের ছাপ, মুখ চিনতে পারা ব্যবস্থা (ফেস রেকগনিশন) বা পর্দা তালা (স্ক্রিন লক) দিয়েই এই কাজ সহজেই করা যাবে।
এই বৈশিষ্ট্য আগামী সপ্তাহ এবং পরবর্তী কয়েক মাসে ধাপে ধাপে সবার কাছে পৌঁছবে।

এই বৈশিষ্ট্য চালু হওয়ার আগে কেউ যদি গুগল ড্রাইভ বা আইক্লাউডে বার্তা ব্যাকআপ এনক্রিপ্ট করতে চাইতেন, তবে আলাদা একটি পাসওয়ার্ড বা চাবি তৈরি করতে হত। পাসওয়ার্ড ভুলে গেলে ব্যাকআপ ফিরিয়ে আনা অসম্ভব ছিল। কিন্তু এখন পাসকি-নির্ভর এনক্রিপশন সব কিছু সহজ করে দেবে।

 

আবা/এসআর/২৫