ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

পালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য ওয়াশিংটনের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি দিয়েছে বিবিসি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জানান, জেলেনস্কি বলেছেন ‘এখানে লড়াই হচ্ছে। আমার গোলাবারুদ দরকার, বাহন নয়।’

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, জেলেনস্কিকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সরকার।

এর আগেও এক বক্তৃতায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন জেলেনস্কি। তখন বলেছিলেন, যখন আমাদের আক্রমণ করবেন, আপনি আমাদের মুখ দেখতে পাবেন, পিঠ নয়।

এর আগে শুক্রবার এক ভিডিও পোস্টে কিয়েভ থেকে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করে বলেন, আমরা সবাই এখানে আছি। এখানেই থাকবো।

এদিকে রুশ বাহিনীর হামলার তৃতীয় দিনের শুরুতেই শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে লড়াই।

এক বিবৃতিতে ইউক্রেন সরকার বলেছে, ‘এ মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।’

স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জানালা ও ব্যালকনির কাছে না আসতে অনুরোধ জানানো হয়।

সেনাবাহিনীর রিজার্ভ থাকা ‘টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের’ সদস্যদের মোতায়েন করা হয়েছে কিয়েভের চারপাশ ঘিরে।

জেলেনস্কি,ইউক্রেন,ওয়াশিংটন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত