ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েলের সব অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিলো ইরান

ইসরায়েলের সব অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিলো ইরান

ইসরায়েলে ইরানের হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা আঘাত হানার হুমকি দেয়ার ঘটনায় ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দেন।

বাঘেরি বলেন, ‘যদি ইসরায়েল...এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।’

তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে ইরানকে ইসরায়েলে হামলা করার জন্য গুরুতর ফলাফল ভোগ করতে হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। গত শুক্রবার বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান ও ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরই মধ্যে গতকাল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরপর দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার।

আবা/এসআর/২৪

ইসরায়েল,হুমকি,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত