আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তিনজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে এসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।

হামাসের মিডিয়া দফতর জানায়, ১৮৩ জন ফিলিস্তিনিকে দেশের (ইসরায়েল) বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়েছিল। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেফতার হয়েছিলেন ১১১ জন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজন বন্দিকে নির্বাসন দেওয়া হবে।

মুক্তিপ্রাপ্ত সাতজন ফিলিস্তিনি বন্দিকে রামাল্লায় পৌঁছানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

সংস্থাটির প্রধান আবদুল্লাহ আল-জাগারি বলেছেন, আজ মুক্তিপ্রাপ্ত সকল বন্দির চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। কারণ গত কয়েক মাস ধরে তাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে; তার ফলে তাদের চিকিৎসা করতে হয়েছে। সাতজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আবা/এসআর/২৫