রমজান উপলক্ষে আমিরাতে অর্ধেক দামে ১০ হাজার পণ্য
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২২:১২ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিয়েছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়।
যেসব সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের ৫ হাজার ৫০০ পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপার মার্কেট জায়ান্ট তাদের ৫ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারবিশ।
দারবিশ জানান, রমজানের মতো ব্যস্ত মাসগুলোতে চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া রমজানের সময় ভোজ্য তেল, ডিম, দুগ্ধ পণ্য, চাউল, চিনি, পোলট্রি, শিম, রুটি এবং ময়দার দাম যেন কোনো সুপার মার্কেট বাড়াতে না পারে সেজন্য পুরো রমজানজুড়ে ৪২০ বার অনুসন্ধান চালাবেন তারা।
আবা/এসআর/২৫