সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৪:৩১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ— এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে তারা বলেছে, তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সম্প্রতি তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি-টু ড্রোন হাতে পেয়েছে। এসব ড্রোন নজরদারি অভিযানের অংশ হিসেবে ভারত সীমান্তের খুব কাছাকাছি পরিচালনা করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এএনআই দাবি করে, ভারতীয় সংস্থাগুলো গত কয়েক মাস ধরেই এই ড্রোনগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থাটি আরও জানায়, বাংলাদেশের এসব ড্রোন প্রায়ই টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে থেকে নজরদারি চালায়। এমন পরিস্থিতিতে নিজেদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে সীমান্তে রাডারসহ অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করেছে ভারত।
তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম সাফল্য এই বায়রাক্টার টিবি-টু ড্রোন। এটি শুধু নজরদারি নয়, একইসঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা চালাতেও সক্ষম। ড্রোনটিতে অত্যাধুনিক ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং প্রিসিশন-গাইডেড স্মার্ট রকেট যুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
এএনআই’র প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এই ড্রোন বিশেষভাবে আলোচনায় আসে। মোবাইল বেজ স্টেশনের মাধ্যমে দূরবর্তী স্থান থেকেও এটি নিয়ন্ত্রণ করা যায়, যা মাঠপর্যায়ে দ্রুত অভিযানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। সর্বোচ্চ ২৫ হাজার ফিট উচ্চতায় উড়তে সক্ষম এই ড্রোন টানা ২৭ ঘণ্টা তিন মিনিট পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে।