ভারতকে সমর্থন দিল ইসরায়েল
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান সংঘাতের মাঝেই ভারতের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছে ইসরায়েল।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবের কয়েকটি স্থানে ভারতের হামলার কয়েক ঘন্টা পর ভারতের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল।
এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’
ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্র এ হামলার বিষয়ে জানিয়েছে, পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো।
এদিকে ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। ভারত ও পাকিস্তান-দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি।
এ ছাড়া ভারতের এমন কাজকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।