ভারত-পাকিস্তানের ৫৫২ ফ্লাইট বাতিল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা থেমে নেই। চরম উত্তেজনাকর এই মুহূর্তে দুই দেশই পরস্পরের আকাশসীমা এড়িয়ে চলছে। এতে দুই দেশের মিলিয়ে ৫৫২টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল হয়েছে। 

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বিবিসির। 

তাদের হিসাব অনুযায়ী, পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

ওদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে- জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

এদিকে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

 

আবা/এসআর/২৫