ট্রাম্পের পাশ থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:২৪ | অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নিবার্হী কর্মকর্তা ধনকুবের ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ‘সরকারি দক্ষতা বিভাগে বিশেষ কর্মকর্তা’ হিসেবে নিযুক্ত ছিলেন। এই বিভাগের কাজ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। এর ফলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান তিনি।
স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।’
তিনি বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন।’
মাস্ক আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে। তবে তার এ নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ইলন মাস্কের এ সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ৩০ মে। তিনি ১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছিলেন।