বাংলাদেশসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করল সৌদি সরকার

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৮:১১ | অনলাইন সংস্করণ

সৌদি আরব বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ২০২৫ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। পাশাপাশি ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো আরও কয়েকটি ভিসা বিভাগও স্থগিত করা হয়েছে।

শনিবার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি রিয়াদ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানায়। সিদ্ধান্তটি হজ মৌসুম পরবর্তী সময়ের ভ্রমণ ও প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

যেসব দেশের জন্য এই স্থগিতাদেশ প্রযোজ্য, সেগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরোক্কো।

‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো একটি নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের পূর্ব-অনুমোদিত কোটার ভিসা, যা সাধারণত নিয়োগকর্তাদের নির্দিষ্ট পেশার ভিত্তিতে কর্মী নেওয়ার অনুমতি দেয়। এটি ‘গ্রুপ ভিসা’ নামেও পরিচিত।

এই সাময়িক স্থগিতাদেশের ফলে বহু বিদেশি কর্মী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্তটি সৌদি আরবের অভ্যন্তরীণ ভ্রমণ ও জনশক্তি ব্যবস্থাপনা সহজ করতে এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।