মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ১৫
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:৫৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস অপর এক মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো।
সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এ সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়।
তারা আরও জানায়, কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন।
উদ্ধারকর্মীরা জানান, বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মৃত্যু ঘটে।
সূত্র: এএফপি
আবা/এসআর/২৫