যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৮:৪৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে ১২টি দেশের নাগরিকদের ওপর যে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো তা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আরও সাতটি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৯ জুন) থেকে এ নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়েছে।
আলজাজিরার বরাতে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকরের সময় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক বিক্ষোভ চলছে।
পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো- আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
আংশিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এসব দেশের নাগরিকদের নির্দিষ্ট কিছু সাময়িক কাজের ভিসা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। সেই তালিকার বেশিরভাগ দেশই ছিল মুসলিমপ্রধান।
আবা/এসআর/২৫