ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ মিসাইল ছুড়ল ইরান

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৩:৫২ | অনলাইন সংস্করণ

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ মিসাইল ছুড়েছে ইরান। শনিবার (১৪ জুন) মধ্যরাতে এ মিসাইলগুলো ছোড়ে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে আসছে। আর পুরো ইসরায়েলজুড়েই এখন সতর্কতামূলক সাইরেন বাজছে।ইসরায়েলে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। দেশটির এক কর্মকর্তা এই হামলাকে ‘বিচূর্ণকারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “কয়েক মিনিট আগে ইহুদিবাদীদের নৃসংস হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মাধ্যমে।”