ব্রিটিশ যুদ্ধজাহাজের পথরোধ করলো ইরান

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৩:৪৬ | অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ভারত মহাসাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের পথরোধ করেছে ইরান।

শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলোকে ইরানের ভূখণ্ডে নির্ভুলভাবে প্রবেশে সহায়তা করার লক্ষ্যে ভারত মহাসাগরে প্রবেশ করে ব্রিটিশ যুদ্ধজাহাজটি।

পারস্য উপসাগরের দিকে যাওয়ার আগে শুক্রবার (১৩ জুন) রাতে জাহাজটিকে শনাক্ত করে ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ব্যবস্থা। এরপর ড্রোন দিয়ে জাহাজটিকে সতর্ক এবং গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়।

এদিকে ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে বিবৃতি দিয়েছে ইরান। এতে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) ভোর থেকেই একে অপরের ওপর হামলা-পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েলে। ফলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।