ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১৬ জুন) দেশটির বিচার বিভাগঘনিষ্ঠ সংবাদমাধ্যম মিজান অনলাইন এই তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, ফিকরি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গোপন তথ্য শত্রুপক্ষ ইসরায়েলের হাতে তুলে দিতেন। তদন্তে তার সঙ্গে মোসাদের দুই কর্মকর্তার সরাসরি যোগাযোগের প্রমাণ মেলে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ফিকরিকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। সব আইনি প্রক্রিয়া শেষে আজ তার ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগ বলছে, এই শাস্তির মাধ্যমে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে একটি বড় ধাক্কা দেওয়া হলো। তবে ইসরায়েল এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।