খামেনিকে হত্যা করলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে: নেতানিয়াহু

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০৯ | অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে চলমান সংঘাতের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ তখনই শেষ হবে, যখন খামেনি আর থাকবেন না। তিনি এই সহিংসতা ও সন্ত্রাসের মূল পরিকল্পনাকারী। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা একটি যৌক্তিক ও কার্যকর প্রতিরক্ষা কৌশল।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়টি ইসরায়েল সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে না বলেও জানান তিনি।

এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার সম্ভাব্যতা প্রকাশ করলো, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র থেকে তীব্রতর করে তুলতে পারে।