ইরান কখনোই আপোস করবে না: খামেনি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোস করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না।'
খামেনির এমন কড়া হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
জবাবে মঙ্গলবার (১৮ জুন) রাতে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। তেল আবিবের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে শুরু হয় এই পাল্টা অভিযান। ইরান জানায়, তারা ইসরায়েলের বিমানঘাঁটিতে ‘ফাত্তাহ-১’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহতের চেষ্টা চলছে।
ইরান-ইসরায়েলের এই টানটান উত্তেজনা ইতোমধ্যেই ষষ্ঠ দিনে গড়িয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও সংঘাতের তীব্রতা এখনো কমার কোনো ইঙ্গিত নেই।