মস্কোয় রাশিয়ার সাথে বসবে ইরান

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ইরান। এর অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ তথ্য জানিয়েছে এএফপি ও বাসস।

মস্কো পৌঁছেই আরাগচি বলেন, 'এই নতুন ও বিপজ্জনক পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আমাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে'। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরবর্তী কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশল ঠিক করতেই এই আলোচনায় বসছে তারা।

এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে বলেছেন, 'আমরা কোনো পক্ষ নেব না বা সরাসরি মধ্যস্থতাকারী হতে চাই না, বরং কিছু গঠনমূলক ধারণা দিয়ে সহযোগিতা করতে চাই। যদি উভয় পক্ষ তা গ্রহণ করে, তাহলে আমরা খুশি হব।'

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে মার্কিন হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এবং আগে থেকেই সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান সংকটে রাশিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটিও নির্ধারণ করে দেবে।