মার্কিন গোয়েন্দা তথ্য
হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:১৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডস্ক

সম্প্রতি ইরানে চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। এই হামলা শুধুমাত্র কয়েক মাসের জন্য ইরানকে পিছিয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, এই মূল্যায়ন তৈরি করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ)। একাধিক সূত্র জানায়, এই প্রাথমিক বিশ্লেষণ তৈরি করা হয়েছে ইরানে চালানো মার্কিন হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধ-পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণের ভিত্তিতে।
একটি সূত্র জানিয়েছে, এই মূল্যায়ন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইউএস সেন্ট্রাল কমান্ড পরিচালিত যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, হামলার আগে ইউরেনিয়ামগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। এই সূত্রটি দাবি করছে, মার্কিন হামলায় সর্বোচ্চ ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে, এর বেশি কিছু নয়।
তবে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে ‘অপমান’ করতে এগুলো ছড়ানো হচ্ছে।
এরআগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়ছিল, ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলায় তারা ‘অসাধারণ সফলতা’ অর্জন করেছে।
আবা/এসআর/২৫
