ইসরায়েলে আঘাত হানলো গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২২:৫৩ | অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে।

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরিম এলাকায় আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২।

সংবাদমাধ্যম আল-মায়াদিনের জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ওই এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে।

প্রায় দুই বছরের আগ্রাসনের পরেও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের যোদ্ধারা।

ওদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিশোধ নিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। দখলদার দেশটিতে তারা একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তারা।