ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে হত্যা

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে নয় যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

শুক্রবার (১১ জুলাই) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ ও ডন।

জিও নিউজ তার প্রতিবেদনে জানায়, কোয়েটা থেকে লাহোর যাচ্ছিল একটি বাস। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে আনে বন্দুকধারীরা। পরে একে একে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়।

ঝোব শহরের সহকারী কমিশনার নাভিদ আলম জানিয়েছেন, যাত্রীদের গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গুলি করা হয়। নিহতদের লাশ স্থানীয় রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের এক সরকারি কর্মকর্তা শাহিদ রিন্দ জানান, হামলাকারীরা বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে পরিচয় নিশ্চিত করার পর গুলি করে হত্যা করে। তিনি জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

এদিকে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন। সংগঠনটির একজন মুখপাত্রের দাবি, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়েতে তারা অবরোধ সৃষ্টি করার পর ওই ৯ জনকে হত্যা করা হয়েছে।

পাকিস্তান,বাস,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত