হজযাত্রীদের সুবিধার্থে মসজিদে নববীতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের মদিনায় ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। এই সেবা পাওয়া যাবে ৮০০১১১১৯৩৫ নম্বরে কল করে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মদিনা মসজিদে নববী কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে হেল্পলাইনটির উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।
হেল্পলাইনে নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। এটি ইউনিফায়েড ক্লাউড কন্টাক্ট সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে এবং আগের ছড়িয়ে থাকা তথ্যসেবা কেন্দ্রগুলোকে একত্র করেছে।
শায়খ সুদাইস বলেন, ‘এটি মুসল্লিদের সঙ্গে সরাসরি ও উন্নতমানের যোগাযোগ গড়ে তুলবে এবং ধর্মীয় সেবায় গুণগত পরিবর্তন আনবে।’
হেল্পলাইন সিস্টেমে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কলারদের তথ্য সুরক্ষায়।
