ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ইরান যুদ্ধ শেষ হয়নি’, সতর্ক বার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

‘ইরান যুদ্ধ শেষ হয়নি’, সতর্ক বার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো চলমান এবং এর শেষ এখনও হয়নি।

মঙ্গলবার (২২ জুলাই) এক সামরিক মূল্যায়ন বৈঠকে এই বক্তব্য দেন তিনি। পরে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তার মন্তব্য উদ্ধৃত করা হয়।

জামির বলেন, ‘ইরান ও তার মিত্রদের আমরা এখনো আমাদের লক্ষ্যবস্তু হিসেবে দেখছি। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি।’

তিনি আরও জানান, সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে অভিযানের জন্য প্রস্তুত থাকে। বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েল আগে থেকেই বিমান ও স্থল অভিযান পরিচালনা করে আসছে, সেসব এলাকায় নতুন করে সক্রিয় প্রস্তুতির কথা বলেছেন তিনি।

ইসরায়েলি সেনাপ্রধান আরও বলেন, ‘সিরিয়া ও হিজবুল্লাহ যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব। একইসঙ্গে আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ রক্ষায় অভিযান পরিচালনার স্বাধীনতাও বজায় রাখব। এছাড়া জুডিয়া ও সামারিয়া অর্থাৎ, ওয়েস্ট ব্যাংক অঞ্চলেও আমরা সক্রিয় থাকব।’

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ সম্পর্কে ইয়াল জামির বলেন, ‘এই যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। আমরা এতে চড়া মূল্য দিচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না। আমাদের লক্ষ্য হলো, জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু। এই যুদ্ধ গাজার স্বাস্থ্যখাতকে কার্যত ধ্বংস করে দিয়েছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ খাদ্য সংকট এবং পুরো অঞ্চলটি এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।

ইসরায়েলি সেনাপ্রধান,সতর্ক বার্তা,ইরান যুদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত