ভয়ংকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো তুরস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২২:৪৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে প্রযুক্তিতে নতুন এক মাইলফলক স্থাপন করেছে তুরস্ক। মঙ্গলবার (২৩ জুলাই) ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার (IDEF) উদ্বোধনী দিনে ক্ষেপণাস্ত্রটি সামনে আনা হয়।
তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইফুন ব্লক-৪ ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৬.৫ মিটার, ওজন দুই হাজার ৩০০ কেজি এবং এর পাল্লা ৮০০ কিলোমিটার। এটির দৈর্ঘ্য ৬.৫ মিটার এবং পাল্লা ৮০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি উচ্চগতি এবং উন্নত চালচলনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
রকেটসান এক বিবৃতিতে বলেছে, এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড। এই নতুন ক্ষেপণাস্ত্রটির বহুমুখী ওয়ারহেড আছে। বহু দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু - যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, বৃহৎ সামরিক ছাউনি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হবে।
ক্ষেপণাস্ত্রটি সামনে আনার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আজ আমরা কেবল তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়নই প্রত্যক্ষ করছি না, বরং স্বাধীনতার দিকে একটি জাতির অগ্রযাত্রাও প্রত্যক্ষ করছি। আমরা একটি দেশের নিজস্ব আকাশের নিচে, নিজস্ব ডানায় উপরে ওঠার গল্প দেখতে পাচ্ছি।
এরদোয়ান আরও বলেন, তুরস্ক নিষেধাজ্ঞা, দ্বৈত মান এবং কূটনৈতিক চাপ কাটিয়ে’ একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে বিশ্ব বাজারে একটি ছাপ রেখেছে।
এদিকে, গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনের এই অনুষ্ঠানে ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী ৯০০টিরও বেশি দেশীয় এবং ৪০০টি বিদেশি প্রতিরক্ষা সংস্থা অংশগ্রহণ করছে।
আবা/এসআর/২৫
