ত্রাণ সহায়তায় ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই র্দীঘ হচ্ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর মিছিল। এ তালিকায় যুক্ত হলো আরও একজনের নাম। মারাত্মক অপুষ্টিতে ভোগা ছয় মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেলো তার মায়ের কোলেই।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) জয়নাব আবু হালিব নামের ছয় মাস বয়সী মেয়ে শিশুটিকে দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তার মা। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মায়ের কোলে প্রাণ হারায় শিশুটি।
শিশুটির মা ইসরা আবু হালিব সিএনএনকে জানান, গত তিন মাসে বেশ কয়েকবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গতকাল তার অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম।
তিনি বলেন, ‘যানবাহন না থাকায় আমাকে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটতে হয়েছিল...কাঁচা রাস্তা এত দীর্ঘ ছিল... আবহাওয়া অনেত গরম ছিল, কিন্তু ক্ষুধার্ত থাকা সত্ত্বেও এবং পানি না থাকা সত্ত্বেও আমি হাঁটতে থাকি। তবে হঠাৎ আমার মনে হলো সে নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিয়েছে; তার শরীর ভারী হয়ে উঠেছে।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন রাখেন, ‘আমি আর কি বলবো বুঝতে পারছি না। পৃথিবীর জেগে উঠতে জয়নাবের মতো আর কত নিষ্পাপ শিশুর না খেয়ে মারা উচিৎ?’
আবা/এসআর/২৫