গাজার কিছু এলাকায় দৈনিক ১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৫:০৯ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটি শহরে প্রতিদিন ১০ ঘণ্টার (সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত) জন্য ‘মানবিক কারণে’ কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। 

উপত্যকাটির আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরে এ যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর হবে।

এদিকে রোববার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে শনিবার ৭১ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ৪২ জন ত্রাণ প্রার্থী ছিলেন। একই সঙ্গে আরও পাঁচ ফিলিস্তিনি খাবারের অভাবে মারা গেছেন।

এর পাশাপাশি ইসরায়েলি বাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানরত ‘হানদালা’ নামের জাহাজটি জব্দ করেছে এবং এর ২১ জন ক্রু সদস্যকে আটক করেছে। তারা গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার ৭৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৪৪ হাজার ৪৭৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন এবং ২০০-এর বেশি মানুষকে বন্দি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা