ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া চলমান সীমান্ত সংঘর্ষ বন্ধে ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত অংশ নেন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন তারা।

আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা একটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি দেখেছি। এই ফলাফল কম্বোডিয়া ও থাইল্যান্ডের জন্য আশাব্যঞ্জক হবে।” এ সময় তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

তিনি আরও জানান, যুদ্ধবিরতিটি কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে (বাংলাদেশ সময় রাত ১১টা)। আগামীকাল মঙ্গলবার উভয় দেশের সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের শীর্ষ নেতৃবৃন্দ পরিস্থিতি ঘিরে মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠক শেষে বলেন, “এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা। আমরা যুদ্ধ থামাতে সম্মত হয়েছি, যা অনেক প্রাণ হারানোর কারণ হয়েছে।” তিনি ডোনাল্ড ট্রাম্পের ‘নির্ধারক ভূমিকা’র প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এই চুক্তি দুই দেশের মধ্যে আস্থা ও পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনে সহায়ক হবে।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম বলেন, “এই যুদ্ধবিরতি উভয় দেশের সদিচ্ছার প্রতিফলন। আমরা বিশ্বাস করি এটি সফলভাবে বাস্তবায়ন হবে।”

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাম্প্রতিক এই সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি এবং দুই দেশের প্রায় ২৭০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। সীমান্তের বিভিন্ন এলাকায় এখনও থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

যুদ্ধবিরতি,থাইল্যান্ড,কম্বোডিয়া,মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,আনোয়ার ইব্রাহিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত