
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অফিস ভবনে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটন এলাকার ৩৪৫ পার্ক অ্যাভিনিউর একটি অফিস কমপ্লেক্সে এ হামলা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহতদের মধ্যে দুজন এনওয়াইপিডি সদস্য ছিলেন, যাঁরা ডিউটির বাইরে থাকলেও ভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বাকি দুজন ছিলেন বেসামরিক নাগরিক।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নিহত পুলিশ সদস্যদের একজন ঘটনাস্থলেই মারা যান ও অপর এক বেসামরিক নাগরিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী, সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে। যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
এদিকে নিউইয়র্ক সিটি এবং লাস ভেগাসের একাধিক আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা (২৭) লাস ভেগাসের বাসিন্দা বলে জানা গেছে। গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
আবা/এসআর/২৫