
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৮ হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঝাড়খণ্ডের দেওঘরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তীর্থযাত্রীরা গঙ্গা নদী থেকে পবিত্র পানি সংগ্রহ করে ভগবান শিবকে অর্পণের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। এ সময় তাদের বহনকারী বাসটির সাথে রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং পুরো গাড়িটিই দুমড়ে-মুচড়ে গেছে।
স্থানীয় সংসদ সদস্য নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন ভক্ত প্রাণ হারিয়েছেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তাঁর কার্যালয়ের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “ঝাড়খণ্ডের দেওঘরের সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
উল্লেখ্য, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। দেশটির পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি পার্লামেন্টে জানিয়েছেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
এর আগে, গত বছর নভেম্বরে উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হন।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন