বাংলাদেশের শুল্ক কমায় পোশাকের বাজারে বেকায়দায় ভারত

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার পর বেকায়দায় পড়েছে ভারত।

শুক্রবার (১ আগস্ট) দেশটির পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্কারোপ করে যা বাংলাদেশের চেয়ে ৫ শতাংশ বেশি। নতুন এই শুল্ক আজ থেকেই কার্যকর হচ্ছে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ধরার চেষ্টা করছে ভারত। প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে থাকলেও গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। তবে এবার বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোয় বেকায়দায় পড়েছে দেশটি।

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।

উল্লেখ্য, গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছেন। তবে ভারতের ওপর পূর্বে আরোপিত ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছেন ট্রাম্প।