ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৮:২৮ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসত্তার ইসোয়েভ এপিকে জানিয়েছেন, রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় ১৫৪ জন ইউথোপিয়ান ছিল।

তিনি বলেন, মাত্র ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় তারা ৫৪ জন নিহতের তথ্য পেয়েছে। 

ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের শাকরা শহরে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

আবা/এসআর/২৫