তেলআবিব ও হাইফা বন্দরে হুথিদের ড্রোন হামলা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৬:০১ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের তিনটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, এই হামলায় তেলআবিব ও আশকেলনের দুটি সামরিক স্থাপনা এবং হাইফা বন্দর লক্ষ্যবস্তু ছিল।
হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইয়াহিয়া সারিয়ি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মানববিহীন বিমান ইউনিট ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তিনটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে এবং তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
তিনি দাবি করেন, প্রতিটি হামলা ‘সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে’ এবং এসব হামলার মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থনের বার্তা দেওয়া হয়েছে।
হুথি মুখপাত্র আরও বলেন, ‘ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত আমাদের হামলা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ২০২৩ সালে গাজা উপত্যকায় সংঘর্ষ তীব্র হওয়ার পর ইয়েমেনের হুথিরা ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছিল যে, তারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে এবং ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালী দিয়ে চলাচল নিষিদ্ধ করবে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা বহু বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ঘটেছে লোহিত সাগর ও এডেন উপসাগরে।
